পড়ে নাতো আমার মনে
কি যে ব্যাথা ক্ষনে ক্ষনে
ভালোবেসে হলাম আমি চিরতরে দোষী
অন্তরও কাটিয়া দিল প্রেম সর্বনাশী


বিধির দেয়া আদেশ নিষেধ
বেরী এই জগতে
মানুষ নামের পাপী আমি
বিবেক আদালতে 
মিল হলনা কারো সাথে
যে ভাবে যা খুশি


ভিন্ন আমি ভিন্ন তুমি
ভিন্ন দেহ সবার
এক আত্মাতে আমি মানুষ
চিন্তা ভাবনার
আপন পর কে বা কাহার
ভাবি দিবানিশি


চাইলাম যারে পাইলামনারে
আমি কার প্রিয়জন
আদর সোহাগ মায়ায় বেঁধে
করল সেবা যতন
টুটুলের এই মতিভ্রমন
কারে দেখে হাসি