প্রেম
তোফায়েল আহমেদ টুটুল


মনের আকাশে উড়তে গিয়ে নিজেই পরে বাধা,
আপন হৃদয়ে কৃষ্ণ কানাই অন্তরে সুর তোলে রাধা।
ইচ্ছের ঘুড়ি উড়িয়ে বেড়ায় নাটাই রেখে অন্য হাতে,
নীড় হারা এক পাখি যেন বাসার খুঁজে দিবস রাতে।
সাগর নদী খালে বিলে পুকুর ডুবায় জলের ধারা,
চাতকিনী তৃষ্ণা নিবারণে পান করেনা বৃষ্টি ছাড়া।  


প্রেম কাউকে বন্দি করা নয় নিজেকে বন্দি করা,
নিজেকে হারায়ে আপনাতে কাহারে খুঁজে মরা।
অন্তরে বাহিরে দিবা নিশি থাকে বিচ্ছেদের যাতণা,
চারিদিকে হেরে পাগল সাজি কত মজনু দিওয়ানা।
প্রেম নেই যে হৃদয়ে তার মত অভাগা আর আছে কে?
স্বার্থ ত্যাগিয়া প্রেমিকের দায়িত্ব পালন করে থাকে।


ফুলের সৌরভ বিলিয়ে ভ্রমরকে দেয় মধুর খবর,
প্রেমের প্রদীপ জ্বালিয়ে বুকে মঙ্গল কল্যাণে অন্তর।
অস্থিত্ব বিসর্জন দিয়ে আরাধনায় প্রেমের পুজারী,
কামনার বাসনা ত্যাগে মনের মাঝে পবিত্র নগরী।
প্রেমের মরা ডুবেনা জলে হৃদয়ে যদি দোসর মিলে,
মানব জীবন স্বার্থক ভবে শুদ্ধ প্রেমের পরশ পেলে।