প্রেমের ইতিহাস
তোফায়েল আহমেদ টুটুল


তোমার আমার প্রেম একদিন হইবে ইতিহাস,
প্রজন্মের পর প্রজন্মের অন্তরে করিব বসবাস।
পৃথিবীতে থাকিব অমর প্রেমের বীজ করেছি চাষ,
পুষ্প হয়ে কাননে ফুটে পবনে ছড়িতে দিব সুভাষ।


ইতিহাসে অমর প্রেমিক প্রেমের সম্রাট শাহজাহান,
অন্তরে মমতাজ গাঁথা তাজমহল রয়েছে প্রমাণ।
লাইলীর প্রেমে মজনু পাগল সপে ছিল মন প্রাণ,
মজনু জপে লাইলী লাইলী গায় মজনু নামের গান।


রজকিণীর রুপ হেরিতে চন্ডিদাস পার করে বার বছর,
বশরি ফেলে পুকুরে অপেক্ষায় থাকে সকাল দুপুর।
সিঁরি ফরহাদের প্রেমের আবাদ পৃথিবীতে ফলে ফসল,
দুজনাতে বিলীন দুজন বিশ্বাসে করল অন্তর দখল।


অঙ্গে অঙ্গে মিলে মিশে বুকের গহণে বসিব দুজনে,
মরণের পরেও আসিব ফিরে তোমার নিকট এই ভূবনে।
প্রেমের ডুরি বেঁধেছি প্রাণে আত্মা আত্মার আলিঙ্গণে,
দুটি অভিন্ন দেহের অটুঁট বন্ধন থাকবে জীবনে মরণে।