প্রেম কর প্রাণে মর
সাজাইয়া প্রেমের বাজার
সুন্দর জীবন নষ্ট করতে
হইলা প্রেমের খরিদ্দার


আছে সত্য সুন্দর পবিত্র মন
নিগুঢ় প্রেমে কর রোপন
খাঁটি প্রেমের বাড়াও উৎপাদন
হইয়া প্রেমের মহাজন
প্রেমের খেলা খেলবি যারা
তুই খুঁজিস কার ইশারা
কিনতে গেলে খাইবি ধরা
নকল প্রেমের দোকানদার


উদ্ভাসিত রুপের যৌবন
ভাঙ্গা ঘুমে দেখায় স্বপন
হুশ জ্ঞান রয় অচেতন
মহাসুখের আলিঙ্গন
দেহলোভে কোন স্বভাবে
তুই কাতর প্রেম অভাবে
আছে কি বল তোর জবাবে
কলঙ্ক প্রেম উপহার


ইচ্ছা যদি মনে জাগে
ভক্তি বিশ্বাস অর্জন আগে
প্রেমের নেশায় কামের ভোগে
রইলি কত সুযোগে
অতি চালাক প্রেমের কানা
হারায় মুলধন ষোল আনা
টুটুলের জীবন সাধনা
কর্মগুন বেঁচে থাকার