প্রেমের সাধনা
তোফায়েল আহমেদ টুটুল


জানন্নাতুল ফেরদাউস থেকে এনেছো প্রেম তুমি বুকে,
সেই প্রেমের নজরানা উপহার হিসাবে দিলে আমাকে।
প্রেম যে খোদার দান কত সাধনা পরে জীবনে পেয়েছি,
দিবানিশি প্রেমের জিকির করে তোমায় আপন করেছি।।


এই প্রেম যে স্বর্গ সুধা আবে ঝম ঝম কাউসারের পিয়ালা,
মিটায় প্রাণের ক্ষুধা তৃষ্ণা অন্তরে প্রশান্তি সুখের দোলা।
বিশ্ব ব্রহ্মান্ডের সকল সৃষ্টি অবিনশ্বর স্রষ্টার প্রেমের ফসল,
নবী রাসুল মুনী ঋষী যুগযুগান্ত ব্যপি গাইছে প্রেমের গজল।।


উপাসনার আরাধনা ইবাদতের পূজা অর্চণায় নামাজ রোজা
জিন্দেগীতে প্রার্থণা শুধু শুদ্ধ পবিত্র প্রেম হৃদয় মাঝে খুঁজা।
পুষ্প কানন আত্মার প্রেমে জান্নাতে প্রস্ফুটিত সুভাষিত ফুল,
কামনার ধ্যানে বাসনা মিটাতে অসুচি প্রেম জীবনে চরম ভুল।।


প্রেম কালেমা প্রেম কুরআন প্রেম যে খোদার পবিত্র নূর,
প্রেম বাইবেল গীতা বেদ প্রেম ভগবান আল্লাহ প্রভু ঈশ্বর।
মসজিদ মন্দির গীর্জা জানি সেখা গেলে হয় সকল পূণ্য,
অমর অক্ষয় চিরঞ্জীব প্রেমের সাধনায় মানব জীবন ধন্য।।