প্রশ্ন তোমার
তোফায়েল আহমেদ টুটুল


প্রশ্ন তোমার কেমন আছ
পারিনি দিতে কোন উত্তর,
বলতে গিয়ে ভাল আছি
ভেঙ্গে গেল বুকের পাঁজর।
অন্তরে জ্বলে চিতার অনল
জীবনটা আজ মহাশ্মশান,
হতাশার বালু পবণে উড়ায়
বুকের ভিতর মরু উদ্যান।


প্রশ্ন তোমার কেমন আছ
পারিনি দিতে কোন উত্তর,
প্রাণহীন তবুও বেঁচে আছি
মৃত্যুর জন্য গুনছি প্রহর।
নিথর দেহের অসাড় অনুভুতি
তোমার পরশ সারা অঙ্গে,
নিঃশ্বাস টানি বাঁচার আশায়
শিরা উপশিরা হৃদপিন্ডে।


প্রশ্ন তোমার কেমন আছ
দিতে পারিনি কোন উত্তর,
দোহাই তোমার বিণয় করি
নিওনা আমার কোন খবর।
তৃষিত চাতকিণীর অপেক্ষা
সুধা চোর বীনা বৃষ্টির ফোটা,
প্রশ্ন তোমার যত্নের ভালবাসা
অন্তরে বিঁধায় বিরহের কাঁটা।