বাঁচিবার তরে আপনাকে ভুলে আত্মীয় স্বজনের চির সন্ধি,
পিতা মাতা ভগ্নি ভ্রাতা সন্তান প্রিয়জনে সম্পর্ক বাঁধনে বন্দি।
পলাতক আসামী গ্রেফতারে শিঙ্গায় ফুৎকারে পাঠাবে সমন,
মহাশক্তির ক্ষমতার দাপট নিঃশ্বাষ ত্যাগে ঘটিবে মরণ।


অতিথী যেখানে আসে সেখানে কিসের অধিকারের দায় কাঁধে,
বিদায় নিতে হবে তবে এ কথা ভুলিয়া আটকানো কোন ফাঁদে?
রাখিনি স্বরণ জন্মিলে মরণ মহাজনের পাতানো খেলা,
পথের বিপাকে গন্তব্য হারায়ে অহেতুক কাটানো বেলা।


মরণের আয়োজনে ব্যস্ত থাকিয়া পৃথিবী সাজাই আপন,
কর্মের প্রতিফল সম্মান মর্যাদার পরকালে এক জীবন।
আহারে, কত স্বাদের আনন্দ ত্যজি সৌন্দর্য্য অবহেলা
পরম সুখের চির শান্তির কুটিরে খোলতে হবে তালা।