প্রভু তুমি একজনা আমারি মনে
বাঁচার জন্য আমি চাইনা কিছু ভুবনে
তুমি হলে আপন ধন্য হবে জীবন
স্বপ্ন আশা যত পুরুন হবে স্বপন


আকাশে সুর্য ওঠে দিনেরি আলো ফোটে
রাতের আঁধার টুঁটে চাঁদেরি কিরন
খুশবু বাতাসে ছড়ে নিঃস্বাসে প্রাণ জুড়ে
মাটির পৃথিবী ঘিরে কত আয়েজন
তোমারি রহমত পেয়েছি নেয়ামত
ও দয়ারি বরকত
সৃষ্টির অভিভাবক বান্দা পেলাম হক
শিক্ষক রক্ষক উত্তম নির্ধারণ


মিষ্টি স্বাদের ফল ফলে সোনার ফসল
নদী ভরা জল তুষ্ণা নিবারণ
সবুজ শ্যমল ছায়া সুনিবিড় এক মায়া
শান্তি সুখের মাঝে প্রকৃতি গঠন
খোদারি করুণা অপার মহীমা
ও সুন্দর দুনিয়া
ভোগের উপহার বান্দা পায় অধিকার
করেছে উজার সুষম বন্টন