ঋতুর রাণী
তোফায়েল আহমেদ টুটুল


টুকরো টুকরো সাদা মেঘ নীল আকাশের বুকে,
ভেসে বেড়ায় আপন মনে মহা আনন্দের সুখে।
মেঘগুলো উড়ে গিয়ে দেশ বিদেশে পাড়ি জমায়,
প্রকৃতির বুকে মিশে যেতে ভালবেসে বৃষ্টি ঝরায়।
সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে অপরুপ প্রকৃতি,
হাসনাহেনা গন্ধে মাতি শিউলী কুঁড়াই আঁচল পাতি।


অরুণ আলোর অঞ্জলী শরতের আকাশ পরিস্কার,
নির্মল বিশুদ্ধ পবনের স্পর্শ প্রাণ জুড়ায় চমৎকার।
নদীর ধারে কাশবনে সাদা সাদা কাশফুল দোলায়,
শাপলা শালুকের সমারোহ বিলের পানিতে হাসায়।
গাছের পাকা তালের রসে পিঠা পুলি পায়েস সেরা,
ফসলের মাঠে বেড়ে উঠেছে আমন ধানের চারা।


সুনিপুন পরিপাটিতে সাজানো শরৎকালের প্রকৃতি,
সাদা মেঘের বরিষণে বৃষ্টির শব্দে মনে পড়ে স্মৃতি।
সূর্যি মামা হঠাৎ  উঠে ছিন্ন মেঘের আড়াল থেকে,
দূর দিগন্ত মাঠের পরে আকাশ মিলে ভূমির বুকে।
স্নিগ্ধ জোৎস্না আলোছায়ার খেলা পূর্ণিমার কিরণ,
ভাদ্র আশ্বিন দুমাস ঋতুর রাণী শরতের আগমন।