রুপের হাটে
তোফায়েল আহমেদ টুটুল


রুপের হাটে অন্ধ ঘুরে দেখবে রুপের কিরণ,
রঙ তামাশার খেলার মাঝে করছে বিচরণ।
সঙ সেজে মজা লুটে প্রতারণার ফাঁদ কঠিন,
মিষ্টি মধুর বুলি শুনায় অন্ধের চোখে রঙিন।


রুপ হেরিতে জগত মাঝে ছুটে নেশার ঘোরে,
দিবা রাত্রি টের পায়না আলো আঁধার নজরে।
দৃষ্টি হীন নয়নে দেখবে কি আর সাদা কালো,
নষ্ট পঁচা জিনিসগুলো মনে হয় সবি ভালো।


অন্ধ জনে পথ চিনেনা পরকে সুধায় বারবার,
দুষ্ট লোকে গর্তে ফেলে তালি মারে চমৎকার।
মরিচিকার আলেয়াকে স্পর্শ করিয়ে দেখায়,
কয়লা ধরিয়ে হাত থেকে হীরক নিয়ে যায়।