সাবধান
তোফায়েল আহমেদ টুটুল


তওবার দরজা খোলা আছে ক্ষমা চাও আল্লাহর কাছে,
নামটি যাহার রহিম রহমান,
পাপ করেছো লক্ষ কোটি আছে যত জীবনের ভুল ত্রুটি,
হোক না তা পাহাড় সমান।


ক্ষমা করবেন সাঁই কিবরিয়া দয়ার সাগর মহান হইয়া,
সৃষ্টির স্রষ্টা মালিক সুবাহান,
পথভ্রষ্ট পাপী তাপীর যত পেরেশান করবে সকল আছান,
মহান আল্লাহ অতি মেহেরবান।


মানুষের জোর যুলুম অত্যাচারি দুনিয়ার এই বাহাদুরী,
শক্তিশালী ভাবছে যারা ক্ষমতাবান,
আমি আল্লাহ অধিপতি সকল সৃষ্টির একমাত্র জগত পতি,
কাউকে করিনি সৃষ্টি আমারি সমান।


তওবার দরজা বন্ধ হবে যখনে অক্ষর থাকবে না কোরআনে,
সকল মানুষ হবে নাফরমান,
ঘনঘন ভমিকম্প হবে পশ্চিমে উঠিয়া সূর্য্য পশ্চিমেই ডুবিবে,
অন্তরে কারো থাকবে না ঈমান।


আল্লাহ বলবেন ঈসরাফিল কে, মহাপ্রলয়ের দাও শিঙায় ফুঁকে,
ধ্বংস করব জমিন আসমান,
আমাকে আর ডাকার লোক নাই শিঙার ধ্বনি শুনবে সবাই,
পাহাড় পর্বত সব হবে সমান।


মহাপ্রলয় আসবে যখন আমি কি আর থাকব তখন?
পাইতে খোদার কুদরতের নিশান,
রোজ কিয়ামত সামনে খাড়া মালাকুল মউতের হাতে পরব ধরা,
হঠাৎ আসবে মরণের তুফান।


ভাল মন্দ কর্ম সকল যদি না ভাবি পাপ পূণ্যের আমল,,
হালাল হারাম না করে ব্যবধান,
মরণ কালের পুঁজি মূলধন সঞ্চয় না করলে থাকতে জীবন,
কঠিন গুনাহগার হইবে ইনসান।


আল্লাহ রাসুল নাম স্বরনে কুরআন হাদীস বিধান মেনে,
অন্তর মাঝে রাখিতে ঈমান,
তওবা করি মোনাজাতে পথভ্রষ্ট যেন না হই জগতে,
ডাকিতেছি তাই রহিম রহমান।


আল্লাহ তুমি কবুল কর পাপ সমুহ ক্ষমা কর, দয়ালু তুমি মেহের বান,
দুনিয়া ও আখেরাতে চালাও প্রভু সঠিক পথে
মুক্তি পেতে করি যে সন্ধান।


দ্বীন দুনিয়ার মালিক আল্লাহ অধন বান্দা দেয় কিসের পাল্লা,
বাঁচা মরা সব প্রভুর অবদান।
এখনো যে সময় আছে ক্ষমা চাইতে মহান আল্লাহর কাছে,
তওবা করতে হও রে সাবধান।।