স্বাগতমের আগমন
তোফায়েল আহহমেদ টুটুল


হে প্রভাত
এসো তুমি নিশি কালো রজণী শেষে প্রভাত,
এসো তুমি ভোরের শিশির বিন্দু দুর্বার স্নাত।
এসো তুমি গগণ পূর্ণ সোনালী আলোর রবি,
এসো তুমি পুষ্প কাননে রঙিন আনন্দ ছবি।
এসো তুমি তন্দ্রা টুঁটে আঁখি মেলে স্বপ্নের দিন,
এসো তুমি সকল হৃদয়ে আশার প্রদীপ রঙিন।।


হে সকাল
এসো তুমি ভোরের আকাশে রক্তিম সূর্যের উদয়নে,
এসো তুমি পাখির কন্ঠে সুমধুর সুর নদীর কলতানে।
এসো তুমি কাননে কুসুম কলির সুভাষ মাখা ঘ্রাণে,
এসো তুমি অপরুপ সাজে বিশুদ্ধ নির্মল বায়ু বাতায়নে।
এসো তুমি প্রকৃতির নিগূঢ় তন্দ্রা ভাঙ্গাতে নয়ন পাতা থেকে,
এসো তুমি আশার প্রদীপ আঁধার পৃথিবী দেখাতে চোখে।।


হে দিন
সকালে শুরু হয়ে সন্ধ্যা ব্যপি সূর্যের সাথে কর সম্পর্ক,
সুন্দর ভূবন দৃষ্টির সীমানায় বন্দি আঁধারের সঙ্গে পার্থক্য।
জয়ের লক্ষ্যে ব্যস্ততা বাড়ে বিশ্বকে আনিতে
হাতের মুঠোয়,
বিভিষিকার রাত্রি দূর্গম পথের অভিযাত্রিরা সাজায় আলোয়।
দিনকে রাঙ্গিয়ে কর্মের আল্পনায় স্বরণীয় স্মৃতিতে বন্দ,
নিত্য নতুন স্বপ্ন বুনে জীবনের সাথে হয় প্রতিনিয়ত সন্ধি।।