আমার অস্থিত্বে যদি তুমি না থাক
তবে ধিক শত ধিক তেমাকে
এমন কি নিকৃষ্ট বস্তু আমাতে
শ্রেষ্টত্বের কি অভাব দিয়েছো
প্রিয় হতে কেন দুরে বহুদুরে রাখ


আমার বিশ্বাসে করি একত্ব স্বীকার
ভুল ত্রুটির পাপ নিত্য আমাতে
কামনা বাসনার ইচ্ছা জাগে
না পাওয়ার দু:খ কষ্ট বুকে
স্বাদ কেন তবে জগতে বেঁচে থাকার


আমার আনন্দ হাসি খুশির প্রয়োজন
তোমার আদেশ নিষেধ মালা
মানুষের মাঝে খুঁজি প্রেম প্রীতি
সম্পর্কের সুত্রে গাঁথা মায়া মমতা
আপন অনুভুতিতে কেন রহস্য গোপন


আমার মাঝে যা কিছু আছে তোামর
মিষ্টি মধুর সুরেলা কণ্ঠের কথা
নম্র ভদ্র শান্ত শিষ্ট চরিত্র স্বভাব
সুন্দর বিণয়ের আচার ব্যবহার
সন্তুষ্ট হলোনা মানুষ কি দোষ আমার


আমার ধৈর্য্যশক্তি অনন্ত অপেক্ষায়
নিশ্চয় তুমি করবে আশা পুরুন
কারো ক্ষতি সাধনে চাইনা কিছু
শক্তি ক্ষমতায় ছিনিয়ে নিতে
নিরবে নির্জনে বসে তোমার প্রশংসায়


আমার এই ক্ষুদ্র জীবন শোধিতে ঋণ
কোন দেনার দায়ে বন্দি আমি
তোমার অভিনয়ের সাজানো মঞ্চ
বিভ্রান্তির মাঝে বিপথের পথিক
তোমার অবহেলা অবজ্ঞায় বাঁচা কঠিন