আমার পৃথিবী সাজিয়ে তুমি
সজল করে দিলে মরুভুমি


সুখের প্রদীপ জ্বেলে জীবন আধার
ফোটালে আশার কলি স্বপ্ন হাজার
সৌরভে আকুল হয়ে ভুলে যাই দুঃখ
ব্যথা বেদনার মাঝে খুঁজি হাসি মুখ
বেঁচে থাকার স্বাদ পরশে তোমার
পাই যেন ওগো দিবস যামী


ছোট্ট জীবনে প্রেম বিধাতার দান
মরণেও মিশে থাকে এক মন প্রাণ
তৃষিত পিয়াসা মিটে অমর সুদায়
মৃত্যু প্রতিরোধে সামনে দাড়ায়
চিরদিন এ বাঁধন থাকবে অটুঁট
জান্নাত থেকেও যেন অনেক দামী