পার করে তুমি দিও আমায়
দয়াল পার করে তুমি দিও আমায়
তোমারি নদী তোমারি নাও
ভাসাও আবার তুমি ডুবাও
খেলিতে জোয়ার ভাটায়


অকুল দরিয়ার মাঝে ছাড়িয়া হাল
বৈঠা হাতে দয়াল তুলিয়া পাল
ডাকি চিরকাল পারের কাঙ্গাল
বসে আমি কিনারায়


খেয়া ঘাটে একা আঁধারে ঢাকা
মঙ্গল দ্বীপ জ্বালাও আলোর রেখা
চলন বাঁকা দয়াল পানসি নৌকা
উজান স্রোতের মোহনায়


এপার ছেড়ে তরী যাবে ওপারে
দিক বিদিক ঘুরে অথৈ সাগরে
সঙ্গী করে তুমি নিও তীরে
অধম টুটুল অসহায়