সালাত কায়েম
তোফায়েল আহমেদ টুটুল


নামাজের নিয়ত করে দন্ডায়মান সোজা,
দৃষ্টি রেখে সম্মুখপানে অন্তরে প্রভু খোঁজা।
স্রষ্টার সান্নিধ্যে সৃষ্টি আদবের সাথে গমন,
ওয়াক্ত চিনে সালাত আদায় করিতে স্বরণ।


আল্লাহুআকবার তাকবীরে তাহরীমা বাঁধন,
সুরা কেরাত পড়ে শুনাও আল্লাহকে তখন।
রুকুতে প্রশংসা করে কাতরে জানাও মিনতি,
সেজদার মাঝে সাক্ষাতে দেখ নূরের জ্যোতি।


পাঞ্জেগানা সালাত কায়েম দৈনিক পাঁচ বার,
আল্লাহর সাথে বান্দার হয় মেরাজে দীদার।
ফরজ নামাজ আল কুরআনের প্রথম হুকুম,
মুসলমানদের প্রধান ইবাদত শ্রেষ্ট মাধ্যেম।


কালেমার ঈমান গ্রহণে ইসলামের বিধান,
আমল করতে পালন করে হাদীস কুরআন।
ফরজের পাশাপাশি আছে রাসুলের সুন্নত,
আল্লাহর খাঁটি বান্দা আদায়ে নবীর উম্মত।


ওয়াজিবে আল্লাহ রাসুল সন্তুষ্ট চিত্তে প্রকাশ,
মুমিন বান্দা শ্রেষ্ট উম্মত আত্মপরিচয় বিকাশ।
নফল নামাজ ইবাদতে বৃদ্ধি করে পুঁজির ধন,
বান্দার প্রেমে মত্ত খোদা হৃদয়ের আলিঙ্গণ।


ধ্যানে জ্ঞানে সন্তুষ্টি অর্জনে সালাত আদায়,
আখেরাতে জান্নাতি শান্তি কল্যাণ দুনিয়ায়।
ফজর যোহর আসর মাগরীব ইশার নামাজ,
ফরজ সুন্নত ওয়াজিব নফলে দৈনিক মেরাজ।