সমরবাদ্য
তোফায়েল আহমেদ টুটুল


কে আছে জোয়ান হবে আগোয়ান
বাজী রেখে যাবে দুর্গম রাক্ষুসপুরে,
মুখের কথায় সড়বে কি রাক্ষুসদল
তাড়াতে যেমন কুকুর তেমন মুগুরে।


হায়েনা শকুন পিশাচের আছে বাস
ডাইনী বুড়ি আগলে রেখেছে বুকে,
হিংস্র থাবার আগ্রাসনে হামলা দিতে
প্রস্তুত হতে হবে নির্ভিক যুদ্ধার চোখে।


ঘরে বসে উচ্চ কণ্ঠে কাকে দিলি হাক
বাহিরে এসে দেখ কে আছে বন্ধু পাশে,
নীবন প্রবীন মিলে গর্জনে দিতে হুঙ্কার
অস্ত্র ধর রণাঙ্গনে বীর সৈনিকের বেশে।।


উদয়ের পথে শুনি কার বাণী পূর্ব দিগন্তে
আয়রে যুবক বৃদ্ধ নেই ও রে কোন ভয়,
বিদিশার আধারে ঝড় তুফানে গর্জণ ঢেউ
নাবিকের দিক নির্ণয়ে পাড়ি দিবে নিশ্চয়।


হতাশার বৃষ্টি অবিরাম ঝরে সকাল সন্ধ্যা
কাঁদায় লেপে পিচ্ছিল করেছে চলার পথ,
ভয় কেন পাচ্ছিস পা ফেলিতে ওরে বোকা
লাগান টেনে সামনে চালা তোর জীবন রথ।


আশার শক্তি পায়ে সঞ্জালন বিবেক তাড়ণে
দুঃসাহসী প্রতীজ্ঞা অপ্রতিরোধ্য হাটার গতি,
লম্প ঝম্প দৌড় দিয়ে সবাই রুখে দাড়াতে
দেখ কারা ছিনিয়ে নিতে চাইছে হীরা মতি।


অলস অবোধ ভিতুর ডিমের মুখের ভাষা
ভয়ের ধোকা বুকে কাঁপতে থাকে রাত্র দিন,
নির্বিক সাহসী সৈনিক দুর্গম গীরির চুঁড়ায়
বিজয়ের পতাকা উড্ডীনে সফল চিরদিন।।