সমর্পণ
তোফায়েল আহমেদ টুটুল


সত্য মিথ্যার লড়াই করে মুসলিম হিন্দু বৌদ্ধ খৃষ্টান,
পার্থক্য বিদ্যমান প্রভু নির্ধারণে সৃষ্টিতে হল ব্যবদান।
আল্লাহ ঈশ্বর হরি প্রভু ভগবান সকলেই বলে মহান,
আমি জানি তুমি স্রষ্টা আমায় করেছো সৃষ্টি ইনসান।
কুরআন বাইবেল গীতায় ত্রিপিটক দলিলের প্রমাণ,
মানব জাতির জগতে নিয়ম জীবন ব্যবস্থার বিধান।


জলে স্থলে হুতাশনে ভুপৃষ্টে অস্থিত্ব মৃত্তিকার আবরনে,
আসমান জমিনে প্রবাহিত সতেজ নির্মল বিশুদ্ধ পবনে।
জন্ম মৃত্যু দেখি অস্থিত্বের উৎপত্তি বংশবিস্তার বিনাশ,
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যুগ যুগান্ত আর কত তালাশ।
সূর্যরশ্নিতে উজ্জ্বল ভুবন চন্দ্রের কিরণে আধারে আলো,
অনন্ত উপস্থিতির সন্দেহাতীত অমোঘ অস্থিত্ব লুকালো।


রহিম রহমান জানি সর্বশক্তিমান প্রভু ক্ষমতার দাপট,
মোর আত্মা হোক তোমার পদতলে বিছানো কার্পেট ।
আমার কলবের আকৃষ্টতার মাহবুব তুমি প্রাণের প্রিয়া,
তোমার দেয়া তীব্র যাতণা কষ্টগুলো আমার হাদিয়া।
আমাতে লুকানো সুকৌশলে জানি দিলেনা কভু দর্শণ,
অনেক প্রেমে রাঙানো মন প্রভুর চরণে করি সমর্পণ।