সংস্কার
তোফায়েল আহমেদ টুটুল


সমাজ আনেনি কোন মানুষ, মানুষ গড়েছে সমাজ,
উত্থান পত্তন মানুষের হাতে করতে হবে সেই কাজ।
বাজাবে শ্রুতি মধুর সুরে বাঁশি কে সেই বংশীবাদক?
ভিন দেশী নয় ওরে খোকা তুই যে সেই আগুন্তক।


ওঠায়ে মরণ বীণ বাজা সুর কাল নাগিনীর ফণা,
তন্ত্রে মন্ত্রে জাতি ডুরার বশ সাপুড়িয়ার সাধনা।
তাবিজ কবজ বাহুতে বেঁধে সাপ ধরিয়া দেখা নাচন,
বিঁষের ক্ষয়ে পোষ মানিবে অনুগত এক গোলাম যেমন।


গর্জণের হুঙ্কার শুনে ভয় কেন তোর বুকের ভিতর
ব্যঘ্র সিংহের রাজত্ব কেবল জঙ্গলের প্রাণীর উপর।
শিকাড়ী তুই ধনুক হাতে নিশাণায় করে লক্ষ্য স্থির,
বনের রাজা কুপোকাতে কৃতিত্বের মুকুট বিজয়ী বীর।


চেয়ারম্যান মেম্বার মোড়ল পন্ডিত সমাজের কর্ণধার
অন্যায় অত্যাচারে নত শিরে সালাম ভক্তি নয় হাজার।
আপোষ কিসের রাজনীতিতে বঞ্চিত হলে জনসাধারণ
এম পি মন্ত্রি কাদের অভিভাবক যদি না হয় দেশে উন্নয়ন।


ওরে খোকা হসনে বোকা ধোকায় পড়ে পূর্বপুরুষের,
নব ভাবনার নব উদ্ভাবক তুই যে ভবিষৎ প্রজন্মের।
কচি মুখে তীব্র প্রতিবাদে বলনা তুই বিদ্রোহী আমি।
অন্ধ সমাজে আলোর দিশারী স্বর্গ সোপানে পূণ্য ভূমি।


দিসনা দোহাই সমাজের আর আঁখি মেলে দেখরে চেয়ে,
জাগ্রত বিবেকের বিচারালয়ে সমাজ আছে বন্দি হয়ে।
আছে কি সমাজ সজীব সতেজ শিকড় উপরে মানবতার,
নির্ভিক অভিযানে সমাজ উৎপাদনে গঠনে নব সংস্কার।।