সংখ্যাতত্ব
তোফায়েল আহমেদ টুটুল


একে অদ্বিতীয় অবিনশ্বর আল্লাহ কত মহান,
কুদরতে আপন ইচ্ছায় সৃজিলেন বিশ্ব জাহান।
দুইয়ে আপন সঙ্গী নবী উদ্দশ্য জগতের মূল,
হযরত মুহাম্মদ (সাঃ) প্রেরিত বান্দা ও রাসুল।


তিনে স্রষ্টার নিজ সুরুতে মাটির আদম তৈয়ার,
অস্থিত্বের গোপন প্রকাশ প্রতিনিধিতে পরোয়ার।
চারে কুদরত আদমের সঙ্গী রহস্যে হাওয়া বিবি,
রহমত ও বরকতে স্রষ্টা বুনিয়াদ বাড়ানো দাবী।


পাঁচে কালেমার বাণী পবিত্র পাক পাঞ্জাতন,
বিশ্ব ভূবনে প্রভু কত সুন্দর খেলার আয়োজন।
ছয়ে ষড়রিপুর প্রবঞ্চণা মানব দেহে বিরাজিত,
নিখিল বহ্মাণ্ডের মালিক সুকৌশলে লুকায়িত।


সাতে দোযখের আযাব আল্লাহর গজবে তৈয়ার,
অবাদ্য সকল ইনসানে খুব কঠিন সাজা ব্যবস্থার
আট বেহেস্ত অতি উত্তম পুরস্কার মুমিনের সুখবর,
অফুন্ত শান্তি সুখের আবাস প্রবাহিত ঝর্ণা নহর


নবমে বিধান মেনে আনুগত্য প্রকাশে সঠিক চলা,
জাহান্নামের দরজা বন্ধ জান্নাতের কপাট খোলা।
দশ ইন্দ্রিয় ভক্তি সাধনে আত্মসুদ্ধি লাভের জয়,
স্রষ্টার অধিক প্রিয় ইনসান তবে জীবন স্বার্থক হয়।


সাজাতে বিশ্ব বহ্মাণ্ড পরিকল্পনা ছিল একজনার,
পিতা মাতা ভগ্নি ভ্রাতা পুত্র কন্যা নাই অংশীদার।
একমাত্র উপাস্য মাওলা লা শরীকের দাবীদার,
সংখ্যাতত্ব ঠিক রাখা ইবাদতের মূল কারবার।