বুকের গহীনে                   ডুবেছি সন্ধানে
              সাঁতারে প্রেমের সাগর,
স্রোতের জোয়ারে                অতল গভীরে
                মিলন সুখের প্রহর।


তীঁরের আশ্রয়ে                  বাদাম উড়ায়ে
              পবনে রঙ্গিন মাস্তুল,
দাঁড়ের বৈঠায়                    গন্তব্য আশায়
             হালের শক্তিতে আকুল।


শীতল পানিতে                  পরম শান্তিতে
             করিতে গোসল আনন্দ,
ভাটির তরঙ্গে                    উষ্ণতার রঙ্গে
              মাতালে দোলতে পছন্দ।


উজান নদীর                      অশুভ তুফান
               দক্ষিণা পবনে প্রলয়,
ঊর্মির খেলায়                   অকূলে ভাসায়
               মাঝির জীবন দূর্জয়।


রসিক নাইয়া                    যাইতে বাইয়া
               নির্ভয়ে গায় ভাটিয়ালী,
আতঙ্কে হতাশ                  চরের তালাশ
                উড়িছে বদ্বীপের বালি।


জাহাজ সাজানো               নাবিক ঘুমানো
              সর্বনাশা অচেনা দ্বীপ,
ভোরের সেঁতারা                কুয়াশায় ঘেরা
              মানুষ বাঁচে সরীসৃপ।