তোর চোখে ছিল যত আমার ভুল ত্রুটি
মিষ্টি মধুর ঝগড়ার মাঝে ছিল খুনসুটি
আপন কষ্ট ভুলিতাম বিরক্ত করে তোকে
অপকর্মে লিপ্ত হয়েই টেনে নিতাম বুকে
জন্মতো দেয়নি আমি গর্ভে করিনি ধারন
ভাবি যেন পৃথিবীতে তোকে শুধু  আপন
আগে তিতা পরে মিঠা বিশ্বস্ততার মাঝে
তোর আমার সম্পর্ক গভীর হবে কাজে


দিনে দিনে নিজের সকল স্বার্থই ত্যাগে
দায়িত্ব কর্তব্য পালনে তোর চিন্তা আগে
কি পাব কি আশাতে লাভ ক্ষতির হিসাব
তোর যত মঙ্গল কল্যান মিটাইতে অভাব
ভালো মন্দ কর্মকান্ড চারিত্রিক গুনাবলী
অন্ন বস্ত্র বাসস্থানের মৌলিক চাহিদা গুলি
হাসি আনন্দের শান্তি সুখে তোর ভবিষত
আত্ম বিসর্জনে বাজী ধরি আমার ইজ্জত


নিন্দা ঘৃণার অপবাদে প্রতিশোধের নেশা
তোর অন্তরে নষ্ট হলো আমার ভালোবাসা
যাসনা দুরে চাসনা কাছে নিত্য অবহেলা
আর কতকাল সইব কষ্ট মরন বিঁষের জ্বালা
ফনা তোলে ছোঁবল মারিস কলিজাতে এখন
সম্পর্কটাই টিকিয়ে রাখতে কাঁদে দুই নয়ন
নোংরা কথা অশ্লীলতায় হইনি যখন হতাশ
কলঙ্কের বদনামে চাস আমার চরম সর্বনাশ


তোর সাথে তর্ক বিতর্কে চাইনা জয় আমার
অস্থির হয়ে প্রতিদান চাই কথা বলি খোঁটার
শ্রেষ্ট আমি সবার প্রিয় তোকে দিব কি প্রমান
অভিশাপ দেই সেবা যত্নের আদর স্নেহের দান
ঋনের না পাপের বোঝা কোনটা উজন বেশি
ক্ষমা করেই বিদায় দিতাম হতাম মহাখুশি
রাগের চোটে জেদ বাড়িয়ে ঝগড়া দিনরাত
নম্র ভদ্র বিনয় ব্যবহারে পাশে থাকা অজুহাত


অকৃতজ্ঞ বেঈমান তুই নিমকহারাম মানুষ
পাষন্ড বর্বর নির্মম অত্যাচারী খুঁজিস দোষ
সার্টিফিকেট দিলি কত পাপীষ্ট বলে ধিক্কার
জৈবিক চাহিদা পূরনে আমি চাই অধিকার
যা খুশি তাই বলতে পারিস এ নয় দুর্বলতা
চির তরে হারিয়ে যাব দিব তোকে স্বাধীনতা
ঈশ্বর আল্লাহ ভগবান অন্তরে যাকেই ডাকি
আদালতে বিচার দিলাম দেখার শুধু বাকি