শয়তানের ভক্ত
তোফায়েল আহমেদ টুটুল


বিশ্বজুড়ে বিরাজমান শয়তান
        অন্তরে দেয় কুমন্ত্রণা,
জগতে পথভ্রষ্ট পাপের পথে গমন
        বিপথগামী অন্ধকানা।।


শয়তান হয় মানুষের বড় ওস্তাদ
        শিক্ষা দেয় যত কুকর্ম,
ভালো মন্দ ন্যায় অন্যায় পার্থক্য
        বুঝেনা সত্য মিথ্যা মর্ম।।


চোর ডাকাত অসৎ বাটপার যত
         প্রতারক আর বেঈমান,
উপদেশের তালিমে দেয় পরামর্শ
          ধোঁকাবাজ শত ইনসান।।


শয়তান হয় আদমের মহা সর্দার
          অনুসরণে মানে নেতা,
ভক্তবৃন্দ সর্বদা নতশিরে অনুগত
          মর্যাদায় আদর্শ পিতা।।


যিনা ভেবিচারি কর্ম লিপ্ত যেজন
          শয়তানের বন্ধু সুজন,
বিদ্বেষের গীবতকারী চোগলখোর
           মিথ্যাবাদী সে প্রিয়জন।।


বড় বড় খুনী মাস্তান সন্ত্রাস যারা
           অনুসারী ভক্ত তারা
ঘুষখোর সুদখোর হত্যাকারীগণ
           শিষ্য সেজে গুরু ধরা।।