নামাজ রোজা সকল চাওয়ায় বলি বিধি তোরে,
ইহকাল আর পরকালে সুখের জীবন দিস তারে।
যে আমারে করল দাগী সমাজে কলঙ্কের দোষে,
দুঃখের অনলে পুড়লাম দিবা নিশি ভালবেসে।


যারে দিলাম পুষ্প মালা বিনিময়ে মরণ জ্বালা,
উপরে দেখতে ভাল ভিতরে কলিজা দগ্ধ কয়লা।
প্রাণে ছিল বন্ধুর আশা খুঁজিল সে নতুন বাসা,
অন্তর সয়না এত ব্যথা  বেঁচে থাকার নাই ভরসা।


যে আমারে করিল বাসী হইব যে তার চরণদাসী,
একা কি আর হয় পিরিতি হিতে বিপরীত সর্বনাশী।
কি বুঝাইবে তোমরা আজও প্রেমের মালা গাঁথি,
যদি তাহার না হয় ক্ষতি করে গেলাম এই মিনতি।


আঁচলের কাফনে কবর দিস আমার মরণের পর,
বলিস তারে রোজ হাশরে ভাবে যেনো শুধু সহচর।
প্রেমের সমাধী গড়ে রাখতে বলিস বুকের ভিতর,
কোন অপরাধের শাস্তিতে হয়েছে সে নিরব পাথর।


জানি কত কঠিন হৃদয় মৃত্যশোকে হয় যে কাতর,
অনুশোচনার অগ্নিশিখা জ্বলবে যদি সে পায় খবর।
আমাকে জাগিতে হবে কষ্টে যদি তার নয়ন ভাসে,
চারিপাশে নজর রাখবি মরণে সে যেনো না আসে।