স্বাগতম অভিনন্দন
তোফায়েল আহমেদ টুটুল


গ্রাম, গন্জ ,নগর ,বন্দর ,ব্যস্ত শহরে,
পহেলা বৈশাখে আজ নব বর্ষ এলরে।
ভারত বর্ষে নতুনভাবে সম্রাট আকবর,
কর আদায়ের নব প্রক্রিয়া বাংলা বছর।
বর্ষপন্জির তালিকায় শুভ উদ্ভোধন,
জীবনের দিন গুনা, শুরু হল নতুন।
ইংরেজী, হিজরীর পাশাপাশি বঙ্গাব্দ,
বাঙ্গালী জাতির নিকট বড় ঐতিহ্য।


নতুন সূর্য,নতুন সকাল, নতুন দিন,
বাংলা নব বর্ষের শুভেচ্ছা সকলে নিন।
অতীতের গ্লানি যত হৃদয়ে গাঁথা,
নতুনের আগমনে বিলীন হোক পাতা।
হালখাতার আয়োজনে আনন্দের দোলা,
শহর, পল্লী ,নগরে, বসেছে আজ মেলা।
মাঠে, ঘাটে, বটতলে নাগরের দোলা,
ছোট বড় সকলের শান্তি সুখের পালা।


কাঁচা মরিচ, কাঁচা পিঁয়াজ, পান্তা ভাত,
ইলিশ ভাঁজার সঙ্গে ,মজাদার স্বাধ ।
মন্ডা, মিঠাই, নাড়ু ,সন্দেশ,মাখন দধি,
কত রকম পিঠা ,পায়েশ, খাঁটি ঘাওয়া ঘিঁ।
রঙ বেরঙের পোশাকে সাজে পরিপাটি,
হেলে দোলে নাচের তালে দুঃখের ছুঁটি।
এসো হে বৈশাখ, এসো- করিব আজ বরণ,
স্বাগতম হে নববর্ষ, তোমায় অভিনন্দন।