শেষ উত্তর
তোফায়েল আহমেদ টুটুল


বিশ্বাস কর মিথ্যে নয় সত্যি আমি ভালো আছি,
তোমার সুখ, আনন্দ, আর হাসির কাছাকাছি।
ভালবেসে আমি করিতে চেয়েছিলাম যা দান,
আজ দেখি তুমি খুঁজে পেয়েছো সেই সন্ধান।
এবার বল আমি কি ভাল না থেকে পারি?


প্রতিটি রজনী তন্দ্রাহারা হয়ে ভেবেছি সে কথা,
সুখের পালঙ্কে নিদ্রাতে তুমি স্বপ্নে বিভোর,
আমি গিয়েছিলাম ময়ুরপঙ্খী নায়ে,
ইচ্ছে করেনি সোনার কিংবা রুপার কাঠির স্পর্শে,
তোমার ঘুম ভাঙ্গাতে,
ধূলিসাৎ করে দিতে তোমার জীবন বারতা।


থাকনা এসব কথা,
তুমি সুখিতো এটাই ছিল পরম চাওয়া,
মনের গহণে ছিলাম যেখানে,
তোমার প্রগাঢ় বিশ্বাসের অমর্যাদা করিনি কভু,
দিগবিভ্রান্তি হয়ে আজো ভাবছি তোমার ভাল থাকা।


এতদিন পর আমাকে মনে করলে সেই তোমার উদারতা।।
কেনো মিছেমিছি অপরাধ বোধে?
নিজেকে শাস্তি দাও তিলে তিলে,
দূর দিগন্তের মাঝেও সন্ধির ক্ষণ,
অন্তরে রেখেছো বেঁধে।
এই হল বিশুদ্ধ প্রেম,
সত্যিকারের ভালবাসা,
আজকে প্রকাশ করে দিলে আমায় ধন্য করে।


ভাগ্যোর নির্মম পরিহাস,
বিধাতার কলমের কালি হয়ত ফুড়িয়ে গিয়েছিল,
তাইতো আমাদের মিলনের দিন ক্ষণ লিপিবদ্ধ হয়নি ভাগ্য রেখায়,
আত্মার বাঁধন সমাজে মূল্যহীন,
সাত পাকের যথার্থ মর্যাদা,
দুটি আত্মার সম্পর্ক না হলেও হয়ে যায় দেহের মিলন।


বন্ধি স্মৃতিরা মনের দর্পণে উকি ঝুঁকি দিয়ে, স্বরণ করিয়ে দেয় বার বার,
আহত হৃদয় ক্ষত বিক্ষত স্থানে তোমার স্পর্শের মলম লাগিয়ে,
তীব্র যাতনায় অতৃপ্ত সুখ এনে দেয়।


শমশেরের আঘাতে রক্তাক্ত স্রোতধারায়,
তোমার সুখের পবন ঢেউ তোলে
কলতানে মাতিয়ে রাখে সর্বক্ষণ,
যেনো এক ফালি রুপালী চাঁদের জোস্নার কিরণ,
নিরাশার ধূসর কুয়াশায় ঘেরা মরুভুমির পথে
দূর করে একাকী নিঃসঙ্গতা,
নির্জন প্রহরে দৃষ্টির সীমান্তে অপলক নেত্রে দেখি,
তোমার হাস্যোজ্জ্বল, প্রাণচঞ্চল, মায়াবী মুখ খানা।


আর হয়তো পাওয়ার কিছুই নেই,
পৃথিবীর সমগ্র পাওয়া তোমার জীবন পরিপূর্ণ করে দিয়েছে,
এর বেশি আমার আর কি ছিল চাওয়া?
তুমি ভাল থেকো।
এপারে ওপারে অন্তরে প্রাণের দোসর,
হারিয়ে ফেলেছি না হয় জীবনের সুর।


তবুও আজ আমি সুখি, সত্যি সুখি,
সরোবরে প্রস্ফেটিত পদ্ম করিতেছো অবগাহণ,
আজ আর আমায় ভেবে কষ্ট কেন পাবে?
অজান্তে মনের কোণে যদি দখল থাকে আমার,
উচ্ছেদ কর দাও সমস্ত ভালবাসার অঙ্গিকার,
ইহাতে হবে তোমার মঙ্গল,
যা চেয়েছি আমি জীবন ভর,
এটা কোন শান্তণার বাণী নয়, নয় কোন প্রতিহিংসার প্রতিউত্তর,
এটাই আমার জীবনে তোমার প্রশ্নের,
শেষ উত্তর।