শীতের কাঁপানো স্বপন
তোফায়েল আহমেদ টুটুল


মোর ঘুমের ঘরে এলে মনোহর,
চুপি চুপি আগমনে শিয়রে বসে,
সুখের দোলায় পুলকিত অন্তর,
স্বপনে কি যেন বলেছো ভালবেসে।


আলিঙ্গনে বেঁধে বাহু ডুরে যতণে,
ললাটে চুম্বন উষ্ণ ঠোটের পরশ,
অঙ্গে মিলে মিশে একাকার মনে,
শীতের কাঁপনিতে ভিজাল বরষ।


তন্দ্রা টুঁটে যবে দেখি আঁখি মেলে,
দাও হে দেখা ওগো প্রাণ প্রিয় সখা,
লুকোচুরি খেলা কেন কর আড়ালে,
বিরহের ছলনা কেন জাগরণে ধোকা।


পিপাসিত ছাতি তৃষ্ণার অনলে দহন,
বিদিশার অনামিশা সুধা পানের নেশা,
দিবানিশি জ্বলছে কেবল হৃদয় গহণ,
প্রদীপের আলো খুঁজি একমাত্র আশা।


হেরিয়া অপরুপ সৌন্দর্য নিশি প্রভাতে,
শিশিরে স্নান কোমল বেদনা লুকাতে,
গগণে সূর্যের আড়ি আলো ছড়িয়ে দিতে,
কুয়াশার আঁধার কাটেনা কাপানো শীতে।