♦♥♦শীতের সকাল ♦♥♦
তোফায়েল আহমেদ টুটুল


কুয়াশার চাদরে ঢেকে রেখেছে,
আছে যত পল্লী গ্রাম শহরতলি,
মুক্ত আকাশে মুক্ত বাতাসে,
দোল খাইছে মাঠে ফসল গুলি।
নিরব নিস্তব্ধ প্রকৃতি হয়েছে সকাল,
ষড়ঋতুর শীতকাল এলো চলি।


গায়ের বধুর ঘুম ভাঙ্গিল আগে,
শীতের কি ক্ষমতা বিছানায় রাখে।
ঠান্ডা কনকনে শীতের মাজে,
ব্যস্ত হয়ে মন দিল আপন কাজে।
বাকিদের শিমুলের লেপ গায়,
ভোরের সোনালী রোদের আশায়।


আলস্যের চাদর অবমুক্ত করে,
কুয়াশার পাতা ধুম্রজাল ছিড়ে,
সূর্য নিজেকে প্রকাশে ব্যস্ত হয়ে উঠে,
গ্রামের বাড়িতে জানালা খোলে,
সূর্যের আলোর ছুঁয়ায় সকলে,
ভোরবেলা ঘুম থেকে জেগে উঠে।।


কনকনে শীতে বিছানায় লেপ মুড়ে,
হিমেল বাতাসে মিষ্টি গন্ধ মুগ্ধ করে,
তৈরি হচ্ছে নানা পিঠাপুলি রান্না ঘরে,
চিতই ভাপা পাটিসাপটা কুলি খেজুর গুড়ে,
ভাইবোন যত সকলে মিলে চুলার ধারে,
পিঠা নিয়ে ভাগাভাগি কে আগে কে পরে।


ঘাসের ডগায় শিশির বিন্দুগুলো,
মুক্তদানার মত দেখায় ঝলমলে,
সূর্যের আলো পেয়ে কুয়াশা পালালে,
গাছের পাতার ফাকে পাখিরা চোখ মেলে,
কৃষক শ্রমিক মজুর সকলে মিলে,
জীবন যাত্রা শুরু করল শীতকে ভুলে।