শীতকাল
তোফায়েল আহমেদ টুটুল


ঋতু বৈচিত্র বাংলার বুকে প্রকৃতির পরিবর্তন,
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত আয়োজন।
উষ্ণ শীতল আবহাওয়ার প্রভাবে জনজীবন,
ঠান্ডা হিমেল স্পর্শ অনুভবে মধুর আলিঙ্গন।


আলস্য এসে করে ঘ্রাস অবরুদ্ধ জীবন গতি
সূর্য দেবতার ক্ষমতা হ্রাশ আলো ক্ষুদ্র অতি।
কনকনে শীত আকড়ে ধরে যুবক বৃদ্ধের চলা,
শিশু কিশোর চাঞ্চল্য হারায় মাঠে নেই খেলা।


কুয়াশা ঢাকা যায়না দেখা প্রকৃতি আড়াল,
টিপ টিপ বৃষ্টির শব্দে কাঁপছে টিনের চাল।
তুষারে জমেছে পাহাড় গিরি ধুম্র মায়াজাল,
ঋতুবৈচিত্রের অপরুপ বাংলার শীতকাল।