নিজের নাক কেটে করেছি যখন যাত্রা শুরু পরের
দোষ কি আর দিব অন্যজনকে দোষ যে কপালের


কোন কারনে পরিচয় দুজনের এই পৃথিবীর বুকে
বিধির অভিশাপের কার্য কলাপ পাপী সর্ব লোকে


স্বার্থ বুঝে লাভ ক্ষতির হিসাবে সম্পর্কের গভীরতা
ভালো লাগার পছন্দ অপছন্দে থাকবে সমজোতা


দু:খ কষ্টের ভাগাভাগি করতে পাশে আপনজন
হাসি আনন্দে শান্তি সুখের মাঝে কাটাবে জীবন


দায়িত্ব কর্তব্য পালনে সচেতন অধিকারের আশা
কথা কর্ম আচার ব্যবহারে যেন প্রেম ভালোবাসা


তর্ক বিতর্কের ঝগড়াতে খুনসুটি মান অভিমানের
আপত্তিকর বিরক্তির মাঝে যেন ক্ষমা প্রতিশোধের