সভ্যতার বর্বরতা
তোফায়েল আহমেদ টুটুর


বিশ্বের বুকে শিক্ষিত জাতি আধুনিক সভ্যাতায়,
হিংস্র জানোয়ারদের দিয়েছে মানুষে হার মানায়।
শুকনের মত চোখ দুটিতে তীক্ষ্ণ দৃষ্টি শক্তি প্রখর,
আকাশে উড়ে শিকার খুঁজে আহারে ভরে উদর।


সিংহের ন্যায় গর্জন তুলে বিকট শব্দের আওয়াজ,
হরিণীর চিৎকার শুনেনা কানে মাংস খাওয়া কাজ।
জঙ্গলে বসে ক্ষুধার্ত চিতা শক্তিতে বাড়িয়েছে থাবা,
রেহাই পায়না খরগোস ছানা যদিও ডাকে সে বাবা।


শিয়ালের মত ওৎ পেতে ফন্দি আটিতেছে বসে,
বাড়ির আঙিণা ছেড়ে মুরগী কখন বাহিরে আসে।
হায়েনার দল জোট বেধেছে করিতে সকল দখল,
রক্ত শোষে ধ্বংস করবে যতসব আছে গরু ছাগল।


পৃথিবীটা আজ মহা শশ্মান সাজানো এক চিতা,
পিন্ডি সদকারে শ্রাদ্ধানুষ্ঠানে নেই কোন মানবতা।
লাশের বোঝা বহন করিতে দুর্বল আত্মীয় স্বজন,
রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছে গঙ্গার জলে রোধন।


কোথায় ধর্ম কোথায় জাতি কোথায় দেশের মানুষ?
কোথায় আছে ভাল মন্দ কোথায় ন্যায় নীতির হুশ।
সভ্যতার পূর্বে অসভ্যেরা করেছে কেমন বর্বরতা?
ইতিহাসের বর্বর যুগকেও হারায় বর্তমান সভ্যতা।