সভ্যতার প্রেম
তোফায়েল আহমেদ টুটুল

আধুনিক সভ্যতার যুবক যুবতী করে প্রেমের সেঞ্চুরী,
পোশাক পরিবর্তনের ন্যায় পুরাতনকে জানায় আড়ি।
কেউ বুঝেনা মনের দাম কষাকষির ঝগড়া ঝাটি,
স্মার্ট ছেলে মেয়েদের কপালে প্রেম জোটে কোটি কোটি।
নিত্য নতুন বয়ফ্রেণ্ড গার্লফ্রেণ্ড শোরুমে সাজানো পুতুল,
ভাঙ্গা গড়া সম্পর্কের খেলায় দিবানিশি অদল বদল।

হাতদুটি না ধরিলে ছেলেরা আনস্মার্ট ভালবাসা বুঝেনা,
ঠোটদুটোতে চুম্বনের আপত্তি মেয়েদের নাকি ছলনা।
ডেটিং কিন্তু মিস করিল বেকার ছেলের পকেট ফাঁকা,
মেয়েটা কিন্তু অন্যজায়গায় রঙিন প্রেমের খাচ্ছে ফুসকা।
একলা বসে পার্কে কোথাও অপেক্ষা করে মেয়েটা তিক্ত,
মিথ্যা কথার ফুল ঝুড়িতে বলছে রাস্তায় জ্যাম শক্ত।

হৃদয়ের নেই লেনা দেনা তুচ্ছ ব্যাপারে টানে ব্রেকআপ,
ভুল ভ্রান্তির চাইবে ক্ষমা হয়না কভু তাদের অনুতাপ।
বাজী ধরে প্রেমের খেলায় দেখবে মাত্র নিমিষের কাজ,
আমার প্রেমে হাবুডুবু কতজনে করছে কত লুটতরাজ।
বুকে নিয়ে আদর করবে যখন তখন ইচ্ছে মত,
ভালবেসে মন বিনিময় আঘাতে হবেনা হৃদয় ক্ষত।

যৌবনের উষ্ণতা কেবলই টানে আকর্ষণ বিপরীত লিঙ্গে,
মনের মিলনে নয় দেহের আলিঙ্গনে প্রেম সভ্যতার শৃঙ্গে।
চারিত্রিক গুণাবলীতে মুগ্ধ দুটি হৃদয়ে নেই আত্ম সম্মান,
খোলামেলা পোশাকে শরীর প্রদর্শন আধুনিক ফ্যাশান।
পবিত্রতার বন্ধনে আবদ্ধ যুবক যুবতি দেহের নেশায় মত্ত,
সভ্যতার যুগে প্রেমিক প্রেমিকা সতীত্ত্ব নষ্টে হারায় অস্থিত্ব।।