গঙ্গা যমুনার জলে কে তুমি ডুব দিলে,
পবিত্র হইবে বলে ওযু কিংবা গোসলে,
মনের গহীণ তলে হিন্দু মুসলিম চলে,
পরিবে মহাভুলে মানুষ বিভাজন হলে।


মসজিদে সেজদা মন্দিরে পুজা অর্চণা,
আল্লাহ ভগবান হরি যাচে যার করুণা,
মহিমার দয়াগুনে ফুড়াতে যত বাসনা,
মানব হৃদয়ে তবে নিত্য কার উপাসনা?


সাধনার আরাধনা যদি সন্তুষ্টি অর্জন,
আলেম মাওলানা ব্রাহ্মণ পুরোহিতগণ,
বিভেদ সৃষ্টিতে বিশৃঙ্খলা দন্ধের ইন্ধন,
মানুষে মানুষে কেন নেই পবিত্র বন্ধন?


মঙ্গল কল্যাণে স্বর্গ নরক সত্য মিথ্যা ছুঁতা,
বাঁচিবার পথরুদ্ধ বিভ্রান্তিতে ঘুরছে মাথা,
ধর্মের আশ্রয়তলে প্রতারণার ফাঁদ পাতা,
কুরআন বেদের পাতায় রয়েছে কি গাঁথা?


পথভুলে অজ্ঞানী মানুষ হায়রে অসহায়,
জন্মিলে মরিবে সৃষ্টি স্রষ্টার রীতি দুনিয়ায়,
জীবনের হিসাব দিবে একদিন কাঠগড়ায়,
ভাবি সেইদিন যেন সকলি না যায় বৃথায়।