সমান নয়
তোফায়েল আহমেদ টুটুল


দৃষ্টিমান ব্যক্তি দৃষ্টিহীন ব্যক্তি কখনো সমান নয়
ভাল ও মন্দ কর্মকান্ড যত কোনটাই সমান নয়।
ঝলমল আলো আর ঘুটঘুটে অন্ধকার সমান নয়,
সত্য এবং মিথ্যা দুটি মানুষের নিকট সমান নয়।
ন্যায় অন্যায় বিবেকের দ্বারা উপলব্দি সমান নয়,
কল্যাণ ও ধ্বংস আল্লাহ হতে আসে সমান নয়।
মুমিম ও কাফের পার্থক্য নির্ধারণে সমান নয়,
জ্ঞানী ও মুর্খের মধ্যে তুলনা কখনো সমান নয়।
জীবিত ও মৃত মানুষ পৃথিবীতে কভু সমান নয়,
হালাল হারাম উপার্জন আহার বস্তু সমান নয়।
পাপ ও পূণ্য জীবনের সম্বল কখনো সমান নয়,
জান্নাত জাহান্নাম হবে শেষ ঠিকানা সমান নয়।