সময়ের ব্যবধানে দুজন
তোফায়েল আহমেদ টুটুল


সঠিক সত্যিকারের ভালবাসা হৃদয়ে ধারণ,
নিজেকে পার্থিব সুখ থেকে বঞ্চিত জীবন।
আজ কোন সুখের প্রত্যাশায় নতুন করে,
ভিক্ষার ঝুলি নিয়ে হাতে যাইনি অন্য দ্বারে।
শূণ্য ধরিয়ে মনের আনন্দ চিত্তে নেচেছিলে,
আজকে সময়ের ব্যবধানে ভালবাসা ভুলে


মধুর বুলি আওড়াও কিন্তু হৃদয়ের বিশ্বাস,
মহলটা ভেঙ্গে দিয়েছিলে এক বুক দীর্ঘশ্বাস।
ভেবে ছিলে আজকে আগুনে পুড়ে হব দহণ,
তুচ্ছ ভেবে ঘৃণা করে দূরে সরানোর প্রহসণ।
কেন প্রতারণার হাত বাড়িয়ে ছলনার ইশারা,
আজ আমি নিজের উপর ঘৃণায় আত্মহারা।


এই বুঝি আমার ভালবাসার শ্রেষ্ট প্রতিদান,
পরিশুদ্ধ হৃদয়ের ভাবনাগুলো হল অবসান।
আজ আবার কেন নতুন সুরে ভাঙ্গা সম্পর্ক,
জোড়া লাগানোর মিথ্যা আশ্বাসে কর তর্ক।
গন্তব্যে পৌছে তুমি বিভ্রান্তির পথে আমায়,
পারবনা মহান সাজিতে অবশেষে ক্ষমায়।


আজকে তুমি আর আমি দুই গ্রহের বাসিন্দা,
শত্রু না দুশমন দুজন জানিনা করি কি নিন্দা
সময়ের ব্যবধানে দুজন দুই সীমান্ত রেখায়,
পরিচিত অপরিচিত আশা ভরসার ভাবনায়।
নতুন করে গড়া সংসারে দুজন খুঁজেছি সুখ,
সময়ের ব্যবধানে ভুলে গিয়েছি চিরচেনা মুখ।