সময়ের কাছে আমি দুটি হাত বাড়িয়ে
কতই না কেঁদেছি একা
ও বিধি অসহায় জীবনে
কখনো পাইনি দেখা


বাঁচার প্রেরণায় জাগে স্বপ্ন আশা
চাহিদা পুরণে সে তো মিছে ভরসা
যোগান ক্ষমতা তোমার করুণ দশা
বাজেট সীমিত আমার ভাগ্য লেখা


নিয়তির কাছে যদি প্রশ্ন রাখি
দাও কি পৃথিবীতে আমায় ফাঁকি
কত সাধনার এই মানস পাখি
ইচ্ছেগুলো মেলে উড়তে পাখা


মনের মাঝে যত অনুভুতি
দুঃখ কষ্টের চির বসতি
থমকে দাঁড়িয়ে আছে চলার গতি
টুটুলের পথটুকু আধারে ঢাকা