দুষ্ট লোকের মিষ্টি কথায় তামাশার জীবন,
সত্য মিথ্যার গল্প জুড়ে হৃদয়ের আবরণ,
জয় পরাজয় লক্ষ্যবিহীন আনন্দের ভ্রমণ,
ভাল মন্দ নির্ধারণে পাপ পূণ্য উপার্জন।।


রঙ বেরঙের বালুচরে বাঁধে তাসের ঘর,
অট্টালিকায় গড়া মহল ভান্ত্র খুঁটির উপর,
ইমারতে প্রাসাদ নির্মাণ শান্তি সুখের চাদর,
নীড় হারা পাখির মত সাজানো বাসা পর।।


মরিচিকার ছলনায় অধারে অলেয়ার সন্ধান,
মহাসমুদ্রে নাবিকের আশার জাহাজ ভাসমান,
দিক বিদিক হারিয়ে হতাশার গন্তব্যে অবস্থান,
নিরাশার কুয়াশা চারিদিকে অন্ধকার উজান।।


ফুল ভেবে ভুল করে কাঁটার মালা গলে হার,
সিন্ধু ভেবে মুক্তা খোজে পানি জমানো বর্ষার,
কৃতিত্বের মহচুড়ায় স্থান অবশেষে ব্যর্থতার,
অস্থিত্ব বিসর্জনে শূণ্য হাড়ি জীবনের উপহার।।