শূণ্য হৃদয়
তোফায়েল আহমেদ টুটুল


কাছে পেতে সারাক্ষণ মন খুঁজে তোমাকে,
অনুভুতির নিরব সুরে কেবল কাছে ডাকে।
দিবানিশি আবেগের এলোমেলো ভাবনায়,
বুকের ভিতর মনটা কেবল মন পেতে চায়।
বসন্তের সোনালী ফাগুন উড়ছে মন পাখি,
সোহাগমাখা আদর যত্নে বুকের খাঁচায় রাখি।


হৃদয়ের মন্দিরে বসে মানবী দেবীর ছবি,
মানসীর প্রেম যমুনায় অতল গভিরে ডুবি।
স্বপ্নপুরীর রাজকুমারী অন্তরে বাঁধে বাসা,
নিরব সুরের ইশারাতে জাগে প্রেম পিপাসা।
অচিনপুরে ঘুরে ঘুরে মনের সব অলি গলি,
অচেনা হাতছানিতে নিজেকে হারিয়ে ফেলি।


দুনিয়া থেকে চুরি করে মুল্যবান রতন,
বুকের ভিতর লুকিয়ে করি শুধু যতন।
দেহের মাঝে মিশিয়ে অস্থিত্বের প্রকাশ,
নামের মালা তসবী হাতে জীবন সর্বনাশ।
বিশ্বাসে ভালবেসে কলঙ্কের মুকুট তাজ,
নিঃস্ব হল বাঁচার আশা শূন্য হৃদয় আজ।