শুন মুসলমান
তোফায়েল আহমেদ টুটুল


ইসলামের আইন মেনে পাপ পূণ্যের হিসাব ,
হালাল হারাম উপার্জনে ভেদ আসিলে অভাব।
সত্য মিথ্যার পার্থক্য বুঝে শুনে বলিবে কথা,
ন্যায় অন্যায় বিবেক দ্বারা মানুষে সমজোতা।
স্রষ্টার শ্রেষ্ট সৃষ্টি তুমি করিবে শুধু তাঁর ইবাদত,
রহমান রহিম মাওলা করবে বিপদে হেফাজত।


পালন কর রোজা পাইবে রাস্তা সরল সোজা,
আল্লাহর হুকুম ফরজ না মানলে পাবে সাজা।
গরীব দুঃখীর মাঝে সম্পদ প্রদান কর যাকাত,
বেহেস্তের বাসিন্দা হবে চির শান্তির আখেরাত।
মক্কার পবিত্র কাবা শরীফে কর হজ্জ পালন,
মদীনায় নবীর রওজা জিয়ারত করিতে গমন।


শুন মুসলমান মান বিধান ঠিক রাখ ঈমান,
দিক নির্দেশন পবিত্র মহা গন্থ আল কুরআন।
আদায় করিলে নামাজ হইবে তোমার মেরাজ,
আসছলাতুল মেরাজুল মুমেনীন নবীর ওয়াজ।
ক্ষমা করবে মহান আল্লাহ জীবনের সব গুনা,
আছসলাতুল মেফতাহুল জান্না নবীর ঘোষনা।