সন্তানের মা
তোফায়েল আহমেদ টুটুল


পৃথিবীর মানব জীবন সফল যদি,
স্বার্থক নারীর জন্ম মাতৃত্বের দাবী।
বিধাতার মহিমা সৃষ্টিতে ইনসান,
নারীর গর্ভে সৃজন আদম সন্তান।
নারীতে দান সৃষ্টিকর্তার আমানত ,
সৃষ্টির আহার মায়ের বুকে বরকত।
মায়া মমতায় পাতা স্নেহের আসন,
সন্তান বাঁচাতে করে লালন পালন।


মায়ের মত আপন সন্তানের নেই,
দুগ্ধ ঋণ শোধ করিবে ক্ষমতা নেই।
মা ব্যতিত সন্তান অভাগী অভাগা ,
সংসারে নেই কোন সুখের জায়গা ।
মায়ের মুখ দেখে ঘুচে সকল দুঃখ ,
জগতে চির শান্তির স্থান মায়ের বুক।
মায়ের স্নেহ আঁচল ছায়া সুখ শান্তির নীড়,
সন্তানের বিপদে মা থাকে কেবল অস্থির।


হাদীস বুখারী শরীফে, ঘোষণা দিলেন নবী,
মায়ের চরণতলে ,সন্তানের জান্নাতের চাবী।
সন্তান ব্যথা পেলে মা বড় ব্যথা পায় ,
মোরা সুখে থাকি শুধু এই দোয়া চায়।
খোদার পরে মায়ের আসন সকলে জানে ,
থাকবে সারাজীবন শুধু মনের সিংহাসনে।
ওগো মা তুমি শুধু মা ,পৃথিবীতে নেই তুলনা ,
জীবন দিয়েও কভু ,মায়ের ঋণ শোধ হবেনা।