আমি কোন রাজনৈতিক লেখা নিয়ে কবিতা লিখতে চাইনা কিন্তু অত্যান্ত দুঃখের সাথে মায়ানমারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে লিখা এই কবিতা ।


সুচির নোবেল
তোফায়েল আহমেদ টুটুল


বিশ্ব মাতা আদর যত্নে কোমল বিছানায় ঘুম পাড়াল সূচিকে,
আরাকানের নির্যাতীত রোহিঙ্গারা মানবতায় মরে ধুকে ধুকে।
সূচির মতে বর্মা আরাকানী নয় ,ওরা বাঙ্গালী ,করে জঙ্গীপনা,
তাইতো তাদের ধ্বংস করতে, কাল নাগিনী তোলে বিষাক্ত ফণা।


নাফ নদীতে লাশের বন্যায়, আবাল বৃদ্ধ অসহায় নারী শিশুর,
মানুষ নয় ? মুসলিম ওরা ,এই কি অপরাধ চোখে পড়ল তোর?
বিশ্ববাসীর শান্তি প্রতিষ্ঠায় শান্তিতে অর্জন করে নোবেল পুরস্কার,
অথচ আজ তোর দেশেই শান্তি লঙ্গিত ,হারিয়ে মানবতা অধিকার।


সুচির আদেশ গুলি করে মার রোহিঙ্গাদের, বন্দুক হাতে ব্রাশ ফায়ার
ঝাঁকে ঝাঁকে পাখির মত ধূলোয় লুন্ঠিত লাশ দেখে হয় শান্তি আমার।
ইসলামে ভিন জাতিতেও নেই বর্বরতা, তোর ধর্মে কোথায় মানবতা?
হিংস্র হায়েনা জানোয়ার তুই, বিধান খোলে দেখ সবার আছে স্বাধীনতা।


গৌতম বুদ্ধের বাণী নির্বাক, যীশুর বাণী মানার আর কি দরকার?
নদীর জলের স্রোতে ভাসিছে রোহিঙ্গারা, রক্তের জোয়ারে মায়ানমার।
নিষ্পাপ শিশুর কি অপরাধ ? মানবতা নেই ,আছে শুধু ক্ষমতার জোর,
পাষুন্ডতার বর্বরতায় বিজয়ীর, জুটবে এবার নরপিচাশে নোবেল তোর।