সুদিন
তোফায়েল আহমেদ টুটুল


তুমি দাও হে দেখা প্রাণ সখা নয়ন ভরে দেখি,
উষ্ণ হৃদয়ে পিপাসিত বাসনা তৃষিত দুই আঁখি।
বুকের ভিতরে জ্বালা কারো নিকট যায়না বলা,
পিরীতের মর্ম যে না বুঝে তার সনে কি জমে খেলা?


না পেলে তোমার ভালবাসা সাধের জীবন বিফল,
ইহকালে দুই চোখে জল পরকালে পুড়াবে অনল।
তুমি মহান দয়ালু অতি কবুল কর প্রেমের আরতি,
জীবন মরণ তোমার কৃপায় অভাগীনির এ মিনতি।


আমার উষ্ণ হৃদয় শীতল করি তোমার মূখ দর্শনে,
বিশ্বাস ভক্তি শ্রদ্ধার আরজগুজার তোমারি চরণে।
দাও হে সখা তুমি দেখা নিজেকে কেন কর আড়াল?
আনন্দ চিত্তে গ্রহণ কর মহৎ হৃদয়ে জ্বালাও মশাল।


দুই নয়নের পানি ঝরে দিন রজণী দুঃখের কাহিনী,
সদা কান্দে মন প্রাণ মরিতে বাহির হয়ে যায় জান।
প্রাণ সখা আসিয়া পাশেতে বসিয়া অশ্রু মুছে দিবে,
এমন সুদিন ভবে আমার জীবনে আসিবে যে কবে?