শোকের গভীরে শ্রদ্ধাঞ্জলী
তোফায়েল আহমেদ টুটুল


বাবার বুকের ব্যথা মায়ের মুখের কথা,
পাকিস্তানের রাষ্ট্রভাষা এ কেমন বর্বরতা,
ভাই বোনের হাসি খেলা ঘিরেছে নিরবতা,
উর্দুতে প্রকাশিতে নেই প্রাণের সজিবতা।


সালাম বরকত রফিক জব্বার একসাথে,
বাক স্বাধীনতার আন্দোলনে নামিল পথে,
বাংলা মোদের মাতৃভাষা শুনে কান পেতে,
বুকের তাজা লাল রক্তে রাজ পথ রাঙ্গাতে।


বাংলা চাই বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই,
কৃষক শ্রমিক সাধারণ জনতা শ্লোগানে তাই।
মা মাতৃভূমি মাতৃভাষা প্রাণের দাবীতে সবাই,
বায়ান্নর ভাষা আন্দোলনে উর্দুর রক্ষা নাই।


সাংস্কৃতিক ও রানৈতিক মৌলিক অধিকার,
পাকিস্তানের রাষ্ট্র ভাষা বাংলা সমমর্যাদার।
ক্রমবর্ধমান গণআন্দোলনে পাক সরকার,
অবশেশে সংবিধান পরিবর্তনে নতি স্বীকার।


মহান হে রফিক বরকত জব্বার সালাম,
রক্ত দিয়ে লিখে গেলে বাংলা ভাষার নাম,
শ্রদ্ধার পুষ্পাঞ্জলী দিয়ে আজ চরণে প্রনাম,
বাংলা ভাষা কুঁড়ায় আন্তর্জাতিক সুনাম।


শোকাহত হৃদয়ে প্রভুর নিকট মোনাজাত,
সকল শহীদদের আত্মার চাই মাগফিরাত,
মানব মুক্তির কর্মের প্রতিদান দাও জান্নাত,
সৃষ্টির মঙ্গল কল্যাণের দুনিয়া ও আখিরাত।