তিন পুরুষের নারী
তোফায়েল আহমেদ টুটুল


কুরআন হাদীসে প্রমাণ পুরুষ নারীর অভিভাবক,
পিতার কন্যা সে যে স্বামীর জন্য নারী পরিপুরক।
মিছে কেন দোষ দিলে ভাই নারীর কাঁধে বেঁধে?
পুরুষ নামের কলঙ্ক নিয়া কারুপুষেরাই কাঁদে।
অলস মার্কা পুরুষ যদি স্ত্রীর রোজগার চায়,
অবলা এই নারী জাতির আছে কি আর উপায়?
এক পুরুষকে করতে সুখী আরেক পুরুষের শিকার,
তবুও কেন পায়না নারী তার ন্যয্য অধিকার?


ঘর থেকে বের করে দিয়ে বাহিরে খুজে শুধু  দোষ।
পুরুষ শাসিত এই সমাজে নারীরাই কাঁদে রোজ।
পুরুষের দায় আপন কাঁদে নারী বহন করে,
সন্তান কভু একার নয় তবুও নারীই আগলে ধরে।
জননীর পূর্বে কন্যা সে যে থাকে পুরুষের ঘরে,
পিতা তাহার কেমন পুরুষ চিন্তা সে কি করে?
পিতার ঘরে কন্যা স্বাধীন বেপরোয়া জীবন,
অশালীন পোশাক আশাক সারা অঙ্গে ভূষণ।


গুনের কদর করেনি যুবক রুপের নেশায় ঘুরে,
যুবতিরা তাই খোলা মেলা নজর যদি কারে।
ইসলাম দিয়েছে সম্মান মাযের মর্যাদায় নারী,
বউয়ের কথায় আঘাত হানে মাথাতে দেয় বাড়ি।
তিন পুরুষের মাঝে নারী বিচরণ করে বাঁচতে,
আদর সোহাগ মায়া মমতায় সুন্দর ভূবন গড়তে।
পুরুষ যেমন সাজায় নারী তেমনি করে সাজে,
স্বার্থবাদী পুরুষ সকল নারীকে লাগায় কাজে।।