তিনতলা বাড়ি
তোফায়েল আহমেদ টুটুল


মানব দেহ আজব বাড়ি আছে তিন তলা,
দরজা জানালা সবি খোলা লাগেনা তালা।
কে আসে কে যায় চলে বসতি কার কখন,
কেউ জানেনা কারো পরিচয় কে পর আপন।
কে পড়শী কে অতিথী কেবা আত্মীয় স্বজন,
বাড়ির মালিক মহাজন শুধু অচেনা জীবন।


উপর তলায় কোর্ট কাচারী বিচারকের বাস,
উকিল মুক্তার যুক্তি তর্কে মুকাদ্দমা খালাছ।
বাদী বিবাদীর বক্তব্য দাখিলে অভিযোগপত্র,
স্বাক্ষীর কাঠগড়ায় শূণ্য পায়না প্রমাণপত্র।
ভাল মন্দ আলামত যত সত্য মিথ্যার খাতায়,
ন্যায় অন্যায় চিন্তা করে হাকিম দিবেন রায়।


মাঝ তলাতে রঙ ব্যাপারী সওদা যায় করে,
স্বপ্ন আশা ভালবাসার কত কষাকষি ধরে।
প্রতারণায় জালিয়াতি সাজানো মায়াজাল,
আসল নকল গুণাগুণ মান শুধুই ভেজাল।
খরিদ্দারকে ধোকাতে অধিক মুনাফা অর্জন,
পায়না লাভের সুখ শান্তি লোকসানে ক্রন্দণ।


নীচ তলায় বাস কর্মচারীর দিবানিশি খাটে,
অবশেষে পন্ডশ্রম পারিশ্রমিক না জোটে।
উকিল মুক্তার বিচারকের আদেশ পালন,
সওদাগরের দরকারে শুধু বাণিজ্যে গমণ।
কর্মচারী বড়ই পাজি করেনা কভু অপেক্ষা,
ধ্বংস করে আপন বাড়ি পায়না কেহ রক্ষা।