তিরিশ বছর
তোফায়েল আহমেদ টুটুল


তিরিশ বছর ধরে অলিতে গলিতে ঘুরেছি,
কত অবজ্ঞা অপমান ব্যঙ্গ বিদ্রুপ শুনেছি,
অভাব অনটনে তীব্র চাহিদায় শুধু চেয়েছি,
অনাহারে অর্ধাহারে অসহায় সর্বদা রয়েছি।


তিরিশ বছর যাবৎ দুচোখের জলে ভেসেছি,
সকাল সন্ধা অবিরত ঘুমরে ঘুমরে কেঁদেছি,
দুঃখ কষ্টের যন্ত্রণার আগুনে কেবল পুড়েছি,
ভালবাসার পরিবর্তে ঘৃনার বোঝাই টেনেছি।


তিরিশ বছর কেবল আশাগুলো সাজিয়েছি,
রঙিন ভূবনে সুখ আনন্দে বিভোর থেকেছি,
দিবস রজনী পৃথিবীর বুকে যে স্বপ্ন দেখেছি,
যোগফল হিসাব করে জীবনে শূণ্যে মিলেছি।


তিরিশ বছর মানুষের নিকট শাস্তি পেয়েছি,
আঘাতে ক্ষত বিক্ষত হৃদয়ে রক্তাক্ত হয়েছি,
মিথ্যার ঝড়ে সত্য জলন্ত প্রদীপ নিভিয়েছি,
স্বার্থের দংশনে বিঁষের জ্বালায় কত হেরেছি।


তিরিশ বছর আমি কতবার মানুষকে বলেছি,
বিশ্বাসের প্রতিদান ধোকার জালে আটকেছি,
জয়ের নেশা পরাজয় শিকলে বন্ধি সেজেছি,
জীবন্ত লাশে পরিণত বেঁচে থেকেই মরেছি।