তোমাকে দেখিলে
তোফায়েল আহমেদ টুটুল


তোমাকে এভাবে দেখিলে একবার,
স্বাধ জাগে পৃথিবীতে বেঁচে থাকার।
হাজার বছর আয়ু চাই বিধির কাছে,
তুমি ছাড়া জীবনটা শুধু ভাবি মিছে।


জাত কুল হারিয়ে কলঙ্কের নেই ভয়,
জীবন বাজী রেখে করিতে চাই জয়।
তুমি যদি সুখ পাও ব্যথা দিয়ে আমায়,
বড় ভালো লাগে তবুও ভাবতে তোমায়।


ছলনার প্রতারণা অভিমান যাই ভুলে,
অনুরাগের অভিযোগ সবি নেই তোলে।
সাত সাগর তেরো নদী আসব দিয়ে পাড়ি,
মরব জেনেও জীবন দিতে সবকিছু ছাড়ি।


তোমাকে দেখিলে একবার অপলক দৃষ্টি,
হৃদয়ে ঝরে প্রেমের শ্রাবণের ফুল ঝরা বৃষ্টি।
জীবনের স্বাধ যত পৃথিবীর বুকে তৃপ্ত বাসনা,
জন্ম জন্মান্ত অনন্তকাল ব্যাপী দেখার সাধনা।