তোমার জন্য আমি
তোফামেল আহমেদ টুটুল


মনের অতলে যতনে সাজানো অনুভুতি,
তুমি আমার ভালোবাসার নীল প্রজাপতি।
বুকের পাঁজর জুড়ে তুমি হীনা জ্বলে দহন,
নিঃশ্বাস থেমে গিয়ে হয় যেনো আমার মরণ।
কাননে ফুলের কানে কানে ভ্রমরের গুঞ্জরণ,
ধমনীতে শিরা উপশিরায় হৃদয়ের স্পন্দন।
দিবসে গগণে উদিত রবি নিশিতে চন্দ্র কিরণ,
দেখার দৃষ্টি শক্তি চোখের মণিতে দৃপ্ত নয়ন।


আত্মার আত্মীয় স্রষ্টার সৃজন তুমি প্রিয়জন,
পলকের আড়ালে হারিয়ে খুঁজি হৃদয়ের গহণ।
কন্ঠনালীর স্বর বন্ধ বোবা মুখের নিরব ভাষা,
জীবন থেকে পালায় বেঁচে থাকার স্বপ্ন আশা।
চলতে গিয়ে থমকে দাঁড়াই পা ফেলা কঠিন,
বলার যত ইচ্ছে গুলো তোমার ছুঁয়ায় রঙিন।
জানিনা কখন কিভাবে যেন হৃদয়ে বাঁধিলাম,
তোমার জন্য আমি এই পৃথবীতে জন্ম নিলাম।