তোমার পরশের শান্তি
তোফায়েল আহমেদ টুটুল


যদি ভাল বাস মোরে থাক কেন দুরে
আমায় পাগল করিয়া,
ডাকি তোমায় সুরে সুরে থেকনা আর দুরে
মনে চাইলে দেখা দিও আসিয়া।


কোথায় তোমাের বাড়ি বন্ধু কোথায় তোমার ঘর,
আড়ালে থাকিয়া আমায় ডাক দিবা নিশি ভর,  
নাম ঠিকানা অজানা কোন কিছু বলনা ,
কেন থাক লুকাইয়া।


দেশ বিদেশে ঘুরি ফিরি বন্ধু তোমায় খুজে মরি,
দেখলাম না আজও তুমি মানবি না কি পরি,
স্বপ্নে বারে বারে আস ঘুমের ঘোরে,
পাইনা খোজে জাগিয়া।


চাইনা টাকা চাইনা কড়ি চাইনা রাজ্য সিংহাসন,
জীবন আমার ধন্য হইত পাইলে বন্ধুর দরশন ,
আমার মনের বাসনা একবার দেখা দাওনা,
শান্তি পাইব মরিয়া।