তোমার প্রেমে কলঙ্কিনী
তোফায়েল আহমেদ টুটুল


নাওনা কাছে দাওনা ধরা আড়ালে লুকে,
যাওনা কভু ছেড়ে আবার আমাকে রেখে।
তুমি আপন কি বা পর ভাব বুঝিনা কিছু,
শুধু জানি ছায়ার মতই থাক আমার পিছু।
তোমার প্রেমে কলঙ্কিনী জগত সংসারে,
ভালবেসে দিবানিশি চিতার অনলে পুড়ে।


ফুলের মালা মরণ জ্বালা দিল আমারে,
হরণ করে মন প্রাণ থাক তুমি দুরে সরে।
আশা বুকে কান্দে পরাণ তোমার লাগি,
অপরাধের করলা পাপী আসামী দাগী।
আমি তোমার হইলাম ভবে চরণের দাসী,
দিলেনা দাম তুমি ভাব আমায় পঁচা বাসী।


অবলা মন ভোলা বালা রটাইলা বদনাম,
ভাল মন্দ জ্ঞানের অভাব কুপথে হাটলাম।
তোমার নিকট এই মিনতি ওগো সুবাহান,
ক্ষমা কর ভুলগুলো হে পরম দয়ালু মহান।
তোমার যদি না হয় ক্ষতি দাওগো আদর,
রোজ হাশরে কঠিন দিনে থাকিও সহচর।